নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে কালিয়া উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শিশু দুটির নাম —মো. সাকিব (৫) ও মো. মানিক (৪)। তারা সম্পর্কে দুজন মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ বলেন, সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে ও মানিক তার ভাগনে বরিশালের আরিফুল মিয়ার ছেলে। মানিক তার মায়ের সঙ্গে মামাবাড়িতেই বসবাস করত।
শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে সাকিব ও মানিক একসঙ্গে খেলা করতে বের হয়; কিন্তু ফিরতে অনেক দেরি হওয়ায় বাড়ির সবাই খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাকিব-মানিকদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, দুই শিশুর মৃত্যু ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
গণযোগ/এমএইচ