ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

২৭ জুলাই থেকে বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ১১:২৫ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ২৭ জুলাই থেকে বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করার ক্ষেত্রে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের স্বাগত বা বিদায় জানাতে এখন থেকে সর্বোচ্চ দু’জন সঙ্গী থাকতে পারবে। 

 

বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার (২৫ জুলাই) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এতে বলা হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ঘোষিত নতুন বিধিমালা আগামী রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে। এই নিয়মে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দু’জন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন। 

 

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।

বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যাত্রী ও তাদের সঙ্গীদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে শাহজালাল কর্তৃপক্ষ।

 

গণযোগ/এমএইএ

Side banner
Side banner
Link copied!