ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.
পুরান ঢাকার ব্যবসায়ি

সোহাগ হত্যা মামলায় ২জন আসামিসহ মোট ১৪জন গ্রেপ্তার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১১:৩৭ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম সোহাগ হত্যা মামলায় ২জন আসামিসহ মোট ১৪জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত


রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে আলোচিত ব্যবসায়ি লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন– মো. রুমান বেপারী (৩২) ও মো. আবির হোসেন (২৮)।


শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (২ আগস্ট) গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রুমান ও আবিরকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশের একটি দল।


প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাথাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।


ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে  এ দুজনকে গ্রেফতারের মাধ্যমে এ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করো হলো। এদের মধ্যে ৯ জন  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!