ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস: সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখা প্রত্যাশিত: বিজিএমইএ


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১০:০৬ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস:  সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখা প্রত্যাশিত: বিজিএমইএ
ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানিকৃত পোশাক পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করাকে    বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে উল্লেখ করে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি মাহমুদ হাসান খান আজ (২ আগষ্ট) একথা বলেন।

 

বাংলাদেশের পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস নিয়ে আজ রাজধানীর বিজিএমইএ দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

 মাহমুদ হাসান খান এই সফল আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টাসহ তাদের টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজিএমইএ সভাপতি সংবাদ সম্মেলনে আরও বলেন, এই অর্জনে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শিল্পের পাশাপাশি সরকারেরও নীতি সহায়তা অব্যাহত রাখা প্রত্যাশিত।

তিনি আশা প্রকাশ করেন, শিল্প মালিক, সরকার, শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজ—সবার সম্মিলিত প্রচেষ্টায় এই শুল্ক প্রতিবন্ধকতা না হয়ে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান(বাবলু), সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন,পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক রুমানা রশীদ এবং পরিচালক সামিহা আজিম।

গণযোগ/এমএইচকে

 

Side banner

অর্থ-বানিজ্য বিভাগের আরো খবর

Side banner
Link copied!