শুক্রবার তিনি নির্বাচন কমিশন(ইসি)-এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। সংসদ ভবন চত্বরে রাহুল সাংবাদিকদের বলেছেন, ''ভোট চুরি হচ্ছে। এখন আমাদের কাছে প্রমাণ আছে। নির্বাচন কমিশন ভোট চুরির সঙ্গে যুক্ত।''
রাহুল বলেছেন, ''আমি কথাটা হালকাভাবে বলছি না। একশ শতাংশ তথ্যের ভিত্তিতে বলছি। যখন আমরা তথ্য জানাব, তখন দেশ জানবে ইসি ভোটার চুরি করছে। বিজেপি-র জন্য করেছে। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে আমাদের সন্দেহ হয়, লোকসভা নির্বাচনের সময় সন্দেহ হয়েছিল। মহারাষ্ট্রের ক্ষেত্রে ওরা আরো এগিয়ে যায়। আমাদের রাজ্য নেতাদের মনে হয়, ভোট চুরি হচ্ছে। কারণ, এক কোটি ভোটারের নাম যুক্ত হয়। আমরা গভীরে যাই। নিজেরা তদন্ত করি। ছয় মাস সময় লাগে। যা পাওয়া গেছে অ্যাটম বোম। সেটা ফাটলে ইসি-কে আপনারা দেখতে পাবেন না।''
এরপর রাহুল হুমকির সুরে বলেছেন, ''যারা এই কাজ করছে, উপর থেকে নিচে পর্যন্ত, তারা মনে রাখবেন আমরা আপনাদের ছাড়ব না। আপনারা হিন্দুস্তানের বিরুদ্ধে কাজ করছেন। এটা বিশ্বাসঘাতকতা। যেখানেই থাকুন। আমরা খুঁজে বের করব।অবসর নিলেও খুঁজে বের করব।''
কর্ণাটকে কংগ্রেস নেতারা জানিয়েছেন, রাহুল গান্ধী ৫ অগাস্ট বেঙ্গালুরু আসবেন। লোকসভা নির্বাচনের সময় বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ভোটার তালিকায় কারচুপি হয়ছিল এমন প্রমাণ তাদের কাছে আছে। রাহুল সেটা নিয়ে বিক্ষোভ দেখাবেন। তারপর রাজ্যের নির্বাচন আধিকারিকের কাছে যাবেন।
বিহারে ৯ অগাস্ট থেকে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছেন রাহুল গান্ধী। ডয়েচে ভেল।
গণযোগ/এমএইচ