গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৭৮ জন। এ নিয়ে জুলাইয়ে ডেঙ্গুতে মারা গেলেন ৪১ জন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের। শুধু জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।
চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশালে এবং মৃত্যু হয়েছে ঢাকা মহানগরীতে। বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৪২ জন ও মৃত্যু হয়েছে ১৬ জনের। আর ঢাকা মহানগরে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪০ জন, মৃত্যু হয়েছে ৪৬ জনের।
গণযোগ/মেহেদী হাসান