ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই:স্বরাষ্ট্র উপদেষ্টা


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৯:২১ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই:স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

 

চলতি মাসের ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।’

শনিবার (২ আগষ্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।

আওয়ামী লীগ গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম বন্ধ করতে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের পরিকল্পনা ও গোপন প্রশিক্ষণের বিষয়টি একটি এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা সত্য তুলে ধরছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি, আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!