ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

জামায়াতের উদ্যোগে ‘জুলাই’২৪ এর শহীদদের স্মরণে জাতীয় সেমিনার


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০১:০২ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম জামায়াতের উদ্যোগে ‘জুলাই’২৪ এর শহীদদের স্মরণে জাতীয় সেমিনার
ছবি: সংগৃহীত

 

‘জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করনীয়’ শীর্ষক আলেচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ বইয়ের একাদশ ও দ্বাদশ খণ্ডের বাংলা ভার্সন এবং ১ম থেকে দ্বাদশ খণ্ডের ইংরেজি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠিতব্য জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

২৯ জুলাই মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় সেমিনার অনুষ্ঠানের বিভিন্ন দিক আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয় এবং ব্যাপকভাবে প্রচারের স্বার্থে অডিটোরিয়ামের ভেতরে ও বাইরে দুটি এলইডি স্ক্রিন এবং লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়। 

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আগামী ১লা আগস্ট সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হবে। জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও জনাব নাজিম উদ্দিন মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে এবং উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়। 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রছার বিভাগ থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

গণযোগ/এমএইচকে
 

Side banner
Side banner
Link copied!