ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

জার্মানিতে রেলে অগ্নিসংযোগ


গণযোগ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১২:১১ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম জার্মানিতে রেলে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

জার্মানিতে দু’দিনে দু’বার রেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার ২ আগস্ট পর্যন্ত দেশের কিছু অংশজুড়ে রেল যোগাযোগে ব্যাঘাত  ঘটবে বলে জানিয়েছে জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বান ৷

দেশটির পশ্চিমাঞ্চলের শহর ড্যুসেলডর্ফ ও ডুইসবুর্গের মাঝের রেলপথের গুরুত্বপূর্ণ অংশে দ্বিতীয়বারের মতো অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৷ জার্মান পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে ৷ দ্বিতীয় হামলার কয়েক ঘন্টা আগেই আরেকটি হামলায় কেবল ডাক্টে আগুন লেগে যায় ৷

বার্তা সংস্থা ডিপিএকে পুলিশ জানায়, দুটি ক্ষেত্রে একই ধরনের ডিভাইস ব্যবহার করে আগুন লাগানো হয়েছে ৷ এক মুখপাত্র বলেন, ‘‘আমরা ধারণা করছি যে দুটি হামলা প্রায় একই সময়ে করা হয়েছে৷’’

প্রথম হামলার দায় স্বীকার করে বামপন্থি প্ল্যাটফর্ম ইন্ডিমিডিয়াতে পোস্ট করা হয় ‘অ্যাংরি বার্ডস কমান্ডো’ নামে ৷ তাদের পোস্টে বলা হয়, ‘‘অনেক কিছু নিশ্চয়ই শিল্পব্যবস্থার বাইরে থাকলে আরো কার্যকর হতে পারতো৷’’

শুক্রবারের হামলার দায় কেউ স্বীকার করেনি ৷ এই হামলার পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে পুলিশও নিশ্চিত করে কিছু বলতে পারেনি৷ ডয়েচে ভেল।

গণযোগ/এমএইচকে

 

Side banner
Side banner
Link copied!