ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

নাটোর চিনিকলে ডাকাতি


গণযোগ | প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১১:৪৯ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম নাটোর চিনিকলে ডাকাতি
নাটোর সুগার মিলস লিমিটেডে। ছবি: সংগৃহীত

 

নাটোরে চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

নাটোর সুগার মিলস লিমিটেডে গভীর রাতে মুখোশধারী ডাকাতরা নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে।

শনিবার (২ আগস্ট) রাত দেড়টা থেকে রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।

নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টিপাতের মধ্যে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এ সময় ১২ জন নিরাপত্তা প্রহরীকে চিনিকলের কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে জিম্মিদের হাত-পা বেঁধে পালিয়ে যায়। ভোর সাড়ে ৪টার সময় নিরাপত্তা প্রহরীদের আরেকটি দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় তারা মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে নিরাপত্তা প্রহরীদের মিলের ভেতর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকলাছুর রহমান বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করে দেখছি। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কত যন্ত্রাংশ লুট হয়েছে বা কী কী লুট হয়েছে।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কারখানার ভেতরে ও বাইরে প্রাথমিকভাবে দেখা গেছে, বড় ধরনের লুটপাট হয়েছে। এর তালিকা প্রস্তুতের কাজ চলছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

 

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!