ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১১৪ জনের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৯:১৬ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ১১৪ জনের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ
ছবি: সংগৃহীত

 

গত বছর ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে তাদের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম এই লাশ উত্তোলনের জন্য আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের ১১৪ জন নারী ও পুরুষ নিহত হন, যাদের পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাতপরিচয় শহীদ হিসেবে তাদের মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে।

ভবিষ্যতে আইনি কার্যক্রম ও নিহতদের পরিচয় নিশ্চিতকরণের জন্য লাশ উত্তোলন, পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত, ডিএনএ সংগ্রহ এবং ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আদালত সব নথি পর্যালোচনা করে আবেদনটি মঞ্জুর করে ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!