ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার কারাগারে


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০১:২২ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খায়রুল বাশার কারাগারে
ছবি: সংগৃহীত

ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মানিলন্ডারিং আইনের মামলায় দশ দিনের রিমান্ড শেষে (৩০ জুলাই) বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দিয়েছেন।

 

‎মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম, অর্গানাইজড ক্রাইমের  উপপরিদর্শক (নি.) খালিদ সাইফুল্লাহ রিমান্ড শেষে এ আসামিকে বুধবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিল না। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ‎গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থানাধীন রোড নম্বর-৪ এর একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন ১৫ জুলাই দশ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

‎মামলার অভিযোগ থেকে জানা গেছে, খায়রুল বাশার ও তার সহযোগীরা কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে ১৪১ জন ভুক্তভোগীর কাছ থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছে।

‎প্রতিষ্ঠানটি প্রায় ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে ৫৩ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। আসামির বিরুদ্ধে গুলশান থানায় একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে।

গণযোগ/এমএইচকে

Side banner
Side banner
Link copied!