ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

৭৩ হাজার হাজি দেশে ফিরেছেন


গণযোগ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১১:৩৯ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ৭৩ হাজার হাজি দেশে ফিরেছেন
ফাইল ছবি

 

সৌদি আরব থেকে হজ পালন শেষে চলতি বছর এখন পর্যন্ত ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ রত অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৪৪ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

 

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৯০টি ফ্লাইটে হাজিরা ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৩টি ফ্লাইটে ৩২ হাজার ৩৬২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ২২৮ জন এবং ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজি দেশে এসেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে ফিরেছেন আরও পাঁচ হাজার ৬৭২ জন।

এ পর্যন্ত ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে ৮৭ শতাংশ, আর তাতে দেশে ফিরেছেন ৮৬ শতাংশ হাজি।

চলতি বছর ৫ জুন হজ অনুষ্ঠিত হয়। এবারে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান মোট ৮৭ হাজার ১৫৭ জন। মৃত্যুবরণকারী ৪৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আরও ১৪ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন এবং তা শেষ হবে আগামী বৃহস্পতিবার।

গণযোগ/এমএইচকে

Side banner
Side banner
Link copied!