ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

পাবনায় সংঘাত: বিএনপি’র  ১০ নেতাকর্মী বহিষ্কার


গণযোগ | জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৩:৪৭ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম পাবনায় সংঘাত: বিএনপি’র  ১০ নেতাকর্মী বহিষ্কার
ছবি: সংগৃহীত


পাবনার সুজানগরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন: সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব রউফ শেখ, ছাত্রদল নেতা শেখ কাউছার, যুবদল নেতা মনজেদ শেখ, সুজানগর পৌর বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খাঁ, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ, পৌর যুবদল সদস্য মানিক খাঁ, সুজানগর এনএ কলেজ শাখার সভাপতি শাকিল খাঁ, সুজানগর পৌর ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি রুহুল খাঁ, বিএনপি কর্মী লেবু খাঁ, যুবদল কর্মী হালিম শেখ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুজানগরের রক্তাক্ত সংঘাতের ঘটনায় মোলাম খাঁ ও সুরুজসহ আরও যারা জড়িত ছিলেন, তারা বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ নয়। তাদের সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। এসব দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের সাথে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যোগাযোগ বা সম্পর্ক রাখলে দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!