ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.
ডিবির অভিযান

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১২:১৯ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতারকৃতরা হলো- ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১), ঢাকা দক্ষিণ ৩৩ নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ওরফে লিটন (৫০), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, আওয়ামী লীগের সাবেক ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া,  গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান (৫২)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই ) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১) কে গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম।

রাত সাড়ে ৮টায় বংশাল হতে ঢাকা দক্ষিণ ৩৩ নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শিবলু (৪৮) কে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। রাত সাড়ে ১০টায় সেগুনবাগিচা এলাকা থেকে কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫) কে গ্রেফতার করে ডিবি ওয়ারীর একটি দল।

ডিবি সূত্রে আরো জানা যায়, মধ্যরাতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ওরফে লিটন (৫০) কে গ্রেফতার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত ১২টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫) কে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার সাউথ ডিভিশনের একটি টিম।

এছাড়া, রাত সাড়ে ১২টায় ডিবি মিরপুর বিভাগ কর্তৃক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন-কে রাজধানীর পান্থপথ এলাকা হতে গ্রেফতার করা হয়। রাত পৌনে ১টায় মাতুয়াইল এলাকা হতে আওয়ামী লীগের সাবেক ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টায় গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান (৫২)কে উত্তরা ১১ নং সেক্টর ১৭ নম্বর রোড হতে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিনষ্টের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট কারণে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।
 

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!