ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

আড়াই শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি: ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত


গণযোগ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০১:২১ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম আড়াই শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি: ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত
ছবি:সংগৃহীত

 

সারাদেশের অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের ২৬৭ বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। 

 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুলকোর্ট সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 
সভা সূত্রে জানা যায়, ফুলকোর্ট সভায় বিভিন্ন ক্যাটাগরিতে যেমন-জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সভায় আলোচিত রাজধানীর বনানী রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার ক্ষমতা ফিরে পাবেন কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
  
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০টির অধিক এজেন্ডা নিয়ে আলোচনা হয়। আগামী বছর সুপ্রিম কোর্টের ছুটির ক্যালেন্ডার সময় নির্ধারণ এবং বিচার বিভাগের শৃঙ্খলা নিয়েও আংশিক আলোচনা হয়েছে। 

জানা গেছে, আইন মন্ত্রণালয় থেকে ১১০৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তার পদোন্নতির জন্য সুপ্রিমকোর্টে প্রস্তাব পাঠানো হয়। এরমধ্যে রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে ৩৪৫ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২০৭ জন, সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে ৫৫১ জন। বাছাই কমিটির পর্যালোচনার পর বিষয়টি ফুলকোর্ট সভায় তোলা হয়। সভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সারাদেশে সম্প্রতি ১৯১টি জেলা জজের পদ সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করায় নতুন আদালতও গঠিত হয়েছে। এ কারণেই এতো সংখ্যক বিচারকের পদোন্নতির জন্য বড় পরিসরে প্যানেল তৈরি করা হয়েছে।

 

Side banner
Side banner
Link copied!