ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪২৫, মৃত্যু ৩


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৭:১৮ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪২৫, মৃত্যু ৩
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের । ছবি: সংগৃহীত

 

দেশে ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চার বছরের শিশুসহ মারা গেছে তিনজন।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে)। এরপর চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯৮ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চার বছরের শিশু ও একজন পুরুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক পুরুষের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ৭৮৬ জন। আর গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

গণযোগ/এমএইচকে

 

Side banner
Side banner
Link copied!