ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

ভারতীয় ট্রাকে অর্ধকোটির অবৈধ পণ্য জব্দ


গণযোগ | প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৫৫ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ভারতীয় ট্রাকে অর্ধকোটির অবৈধ পণ্য জব্দ
ভারতীয় ট্রাক থেকে অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ। ছবি: সংগৃহীত

 

বেনাপোল স্থলবন্দরে ফেলে যাওয়া ভারতীয় একটি ট্রাক আড়াই মাস পর তল্লাশি করে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে ভারতীয় ওই ট্রাকের সিলগালা ভেঙে তল্লাশি করে কাস্টমস কর্মকর্তারা। এ সময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর সূত্রে জানায়, গত ২৩ সেপ্টম্বর ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করে। বন্দর কর্তৃপক্ষের ট্রাকটির প্রতি সন্দেহ হলে তারা ট্রাকটি থামাতে বলেন এ সময় ভারতীয় ওই চালক ট্রাকটি ফেলে ভারতে পালিয়ে যায়।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণে ট্রাকের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস, জর্দা, আতশবাজি পাওয়া গেছে। অবৈধ পণ্য চালানটি  রাইসা ট্রেডিং ইন্টারন্যাশনাল নামে এক আমদানিকারক আমদানি করেছে।

গণযোগ/এমএইচ

Side banner

অর্থ-বানিজ্য বিভাগের আরো খবর

Side banner
Link copied!