ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

হাসনাত আব্দুল্লাহর ‍‍`সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি‍‍` নিয়ে বিতর্ক, ভারতে প্রতিক্রিয়া


গণযোগ | বিবিসি প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:২১ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম হাসনাত আব্দুল্লাহর ‍‍`সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি‍‍` নিয়ে বিতর্ক, ভারতে প্রতিক্রিয়া
ছবি:সংগৃহীত

 

 

বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির একজন নেতা হাসনাত আব্দুল্লাহ ঢাকার এক সমাবেশে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্যকে 'ভারত থেকে আলাদা' করার বিষয়ে যে হুমকি দিয়েছেন তা নিয়ে দু দেশেই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

প্রশ্ন উঠছে, এ ধরনের মন্তব্য কি মি. আব্দুল্লাহর ব্যক্তিগত, নাকি তার দল এনসিপির মতামতই তার কণ্ঠে প্রতিফলিত হয়েছে। মি. আব্দুল্লাহ যখন ওই মন্তব্য করেন তখন মঞ্চে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতারা ছিলেন।

এনসিপি অবশ্য বলছে, "হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স নিয়ে শর্তযুক্ত যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব উপলব্ধি, দলীয় অবস্থান নয়"।

তবে মি. আব্দুল্লাহর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া এসেছে আসামির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মি. শর্মা বলেছেন, "বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তরপূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে নয়া দিল্লি বেশিদিন চুপ থাকবে না"।

ওদিকে মি. আব্দুল্লাহর বক্তব্যের পর বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় দিল্লিতে 'জুলাই ঐক্য' নামের একটি ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচির প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছিল।

বিবিসি: তথ্যসূত্র

Side banner
Side banner
Link copied!