ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন সৈয়দা ইকবাল মান্দ বানু


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৩৭ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন সৈয়দা ইকবাল মান্দ বানু
ছবি:সংগৃহীত

 

সমাজ সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ ‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’ এর প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু।  তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমানের গর্বিত মা। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে তাকে ‘সম্মাননা স্মারক-২০২৫’ শীর্ষক এই সম্মান জানিয়েছে ধানমন্ডি সোসাইটি। ‘শান্তি সমৃদ্ধি ভালোবাসা’ স্লোগানকে ধারণ করে রাজধানীর ধানমন্ডি ৪নং খেলার মাঠে দুই দিনব্যাপী (১৫ ও ১৬ ডিসেম্বর) ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘সুরভি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন— মোঃ শাহারিয়ার কবির, স্মৃতি আক্তার, মোহাম্মদ সোহেল, সামিনা আক্তার, রুবি আক্তার প্রমুখ।

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে তাকে ‘সম্মাননা স্মারক-২০২৫’ শীর্ষক এই সম্মান জানিয়েছে ধানমন্ডি সোসাইটি। 

প্রসঙ্গত, দেশের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশু-কিশেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সংগঠনটি।

১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রী নিয়ে ‘সুরভি’র যাত্রা শুরু হয়। বিগত ৪৬ বছরের কঠোর পরিশ্রমের ফলে ‘সুরভি’ অগনিত শিশু-কিশোরদের জীবন উজ্জ্বল করেছে। ঝরাপাতার মতো তাঁদের পরিনতি না, বরং তাঁরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুপ্রতিষ্ঠিত।

‘সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু রচিত ‘ঝরাপাতা’ কবিতা সমগ্রের প্রথম কবিতা। সমাজের অগনিত অবহেলিত শিশু কিশোর যেন ঝরাপাতা’র মতন। তাদের সঠিক পথ দেখিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁর জীবনের লক্ষ্য।

গণযোগ/এমএইচকে

Side banner
Side banner
Link copied!