ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৪৭ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ঢাকার ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

 

রাজধানীর মিরপুর, শান্তিনগর ও মৌচাকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরপুরে একজন আহত হয়েছেন।  শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়।

 

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার এমদাদ হোসেন বলেন, ওই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মার্কেটের তৃতীয় তলা থেকে ককটেলটি ছোড়া হয়েছিল।

মার্কেটের এক ব্যবসায়ী জানান, দুর্বৃত্তরা মার্কেটের কোনো একটি তলা থেকে ককটেলটি নিক্ষেপ করে। এছাড়া শনিবার সন্ধ্যায় প্রায় এক ঘণ্টার ব্যবধানে আরও অন্তত তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Side banner
Link copied!