ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

গতকাল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৪৪৪


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০২:২৬ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম গতকাল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৪৪৪
ছবি: সংগৃহীত

 

গত ২৪ ঘণ্টায় (২২ জুলাই) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এনিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।

মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি সংস্থার এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বশেষ তথ্যমতে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৭ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ৬৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৪০ জন এবং দক্ষিণ সিটিতে ৮১ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৫ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪০২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৬২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ২৬ জন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৬৫ জন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ রোগে প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!