ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.
দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ প্রধান উপদেষ্টার

হাদীর অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’


গণযোগ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০২:১৩ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম হাদীর অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’
ছবি:সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদীর অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। দেশবাসীকে শান্ত থেকে তার জন্য দোয়ার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়েছে, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ১৭ ডিসেম্বর দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’

 

‘প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।’ 

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থিতার জন্য প্রচারে গেলে রিকশায় চড়া থাকাকালে তাকে মাথায় গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

গণযোগ/এমএইচ

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Side banner
Link copied!