দেশে গতকাল (০৬ জুলাই) ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২৭১ জনে। এদের মধ্যে ১৯৭৫ জন ভর্তি হয়েছেন চলতি জুলাই মাসে।
এর আগে জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন এবং জুন মাসে হাসপাতালে ভর্তি হন ৫ হাজার ৯৫১ জন রোগী।
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, ১২৭ জন।
এর বাইরে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৮ জন, ঢাকা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে সাত জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন এবং খুলনা বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২২৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮৭৯ জন চিকিৎসা নিচ্ছেন।
২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ, আর মৃত্যুর সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে।
এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
২০২২ সালে সারাদেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।
গণযোগ/এমএইচকে