ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৮৭


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:১৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
ছবি:সংগৃহীত

 

সারা দেশে ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (০৯ জুলাই) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এতে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। ১ হাজার ৩৭৩ জনকে গ্রেপ্তারি পরোয়ানায় ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৪১৪ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়।


এ ছাড়া ৪টি শট গানের কার্তুজ, পাইপগানের পিস্তল ১টি, ৩টি চাপাতি, ২টি চাকু, ১টি দেশীয় পিস্তল, ১টি চাইনিজ কুড়াল, ৫টি ককটেলসদৃশ বস্তু, ১টি গুলি উদ্ধার করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায় পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৭ জনকে গ্রেপ্তার করে।

গণযোগ/ এমএইচ

Side banner
Side banner
Link copied!