ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

র‌্যাবের অভিযানে পিরোজপুরের জোড়া খুনের আসামী গ্রেপ্তার


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৫:৪৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম র‌্যাবের অভিযানে পিরোজপুরের জোড়া খুনের আসামী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামী ইউনুস আলী শেখ


পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার প্রধান আসামী ইউনুস আলী শেখ (৩৩)’কে গত ৩০ জুন রাতে রাজধানীর দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মৃত শহিদুল ইসলাম হাওলাদার (৫৩) সাবেক ইউপি সদস্য। উক্ত মামলার আসামি প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রীর সাথে ভিকটিমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

এই সম্পর্কের বিরোধের জের ধরে গত ২৭ জুন রাতে ভিকটিম রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আসামিগণ  পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

ভিকটিমের চিৎকারে তার স্ত্রী রেহেনা পারভীন (৪০) ও তার ভাইয়ের স্ত্রী মুকুলি বেগম (৪৮) এগিয়ে আসলে আসামিরা তাদের উপরেও হামলা করে এবং ঘটনাস্থলেই ভিকটিম ও তার ভাইয়ের স্ত্রী মৃত্যুবরণ করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় ভিকটিমের স্ত্রী রেহেনা পারভীনকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ওই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাই বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা ( মামলা নং- ০৪ তারিখ ২৮/০৬/২০২৫ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/১৪৪/৩২৬/৩০৭/৩০২/৩৪) দায়ের করেন।

ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক  প্রচারিত হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত ৩০/০৬/২০২৫ ইং তারিখ রাতে অত্র মামলার প্রধান আসামি ইউনুস আলী শেখ (৩৩)’কে রাজধানীর দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকা হতে গ্রেপ্তার করে।

আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিনিঃ সহকারী পুলিশ সুপার ও সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)খান আসিফ তপু বিষয়টি গণমাধ্যমে অবহিত করেন।

গণযোগ/এমএইচ
 

Side banner
Side banner
Link copied!