ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

গোপালগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক


গণযোগ | প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৩:২৭ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম গোপালগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক
ছবি:সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল্লাহ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলার কালনার মধুমতি ব্রিজের টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।


আটক আরিফুল্লাহ কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদিঘী গ্রামের মৌলভী পাড়া এলাকার বাসিন্দা।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া র‌্যাব-৬ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।

তিনি বলেন, ‘গোপান সংবাদ ছিল ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের মাদক পাচার হচ্ছে। বাসটি মধুমতি টোল প্লাজার সামনে পৌঁছালে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!