ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড


গণযোগ | প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০২:৫২ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

 

নরসিংদীর মাধবদী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে। আজ (৪ জুলাই) শুক্রবার ভোর ৫টার দিকে সদর উপজেলার মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোর ৫টার দিকে মুড়িপট্টির একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এতে যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই অন্তত ৪০টি দোকান পুড়ে যায়। এগুলোর বেশির ভাগই স্বর্ণ, ইলেকট্রিক, মুদি, হার্ডওয়্যার, প্লাস্টিক ও স্যানিটারি মালামালের দোকান।

 

আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকানের ধ্বংসস্তূপ থেকে পোড়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন। এ সময় সর্বস্ব হারিয়ে অনেক ব্যবসায়ীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, আগুনে মুদি, মনোহরী, প্লাস্টিক ও ইলেকট্রনিক্সসহ অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে; যার মধ্যে ১৩টি স্বর্ণের দোকান রয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

 

নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, একটি স্বর্ণের দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে এবং তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!