ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

পাকিস্তান প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান অসীম মুনির


গণযোগ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১০:২৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম পাকিস্তান প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান অসীম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। ছবি:সংগৃহীত

 

পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অসীম মুনিরের নিয়োগ চূড়ান্ত করেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জি নিউজ।

 

গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর অসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পান এই শীর্ষ সেনা কর্মকর্তা। চলতি বছরের শেষের দিকে তার সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান নামে নতুন একটি পদ তৈরি করে অসীম মুনিরকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

গত নভেম্বর পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধনী আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয় প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ।

গত ২০ মে অসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয় পাকিস্তান সরকার। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আইয়ুব খান।

গণযোগ/এমএইচ

 

Side banner
Side banner
Link copied!