গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার টেকেরহাট সড়কের কংশুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। আজ জেলা শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি হওয়ার কথা ।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, ১১টার দিকে ওই সড়কে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে সেখানে গেলে আমার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ি চালক মইন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের গাড়িতে হামলা করে, পরে আমার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায়।
এর আগে, সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গণযোগ/এমএইচকে