ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

গোপালগঞ্জের ঘটনায় ২০ জন আটক


গণযোগ | প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৪:১৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম গোপালগঞ্জের ঘটনায় ২০ জন আটক
ছবি: সংগৃহীত

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে গতকাল (১৬ জুলাই) বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ নিয়ে মোট আটকের সংখ্যা ২০। 

বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এখন পর্যন্ত তাদের আটক করা হয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি গণমাধ্যমকে জানান, গতকাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী আটক করেছে ১৫ জন। পুলিশ আটক করেছে ৫ জন। এ নিয়ে মোট ২০ জন আটক আছে। সবাইকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। 

তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এদিকে আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি মীর মো. সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

 

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!