বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান মন্তব্য করেন, এনজিও ও করপোরেট পলিসি দিয়ে সরকার চালানো যায় না। বৃহস্পতিবার (২৪ জুলাই) পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) আলোচনায় তিনি এসব কথা বলেন।
এতে অন্য বক্তরা বলেন, আমেরিকার সাথে শুল্ক চুক্তির বিষয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে। তবে, অর্থনৈতিক সংস্কার শুরু হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হারে স্থিতিশীলতা ফিরছে।
বিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় ৯২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। কর জিডিপির অনুপাত তলানীতে নামায় শিক্ষা, স্বাস্থ্যসহ নানা প্রয়োজনীয় খাতে সরকারের ব্যয়ের সক্ষমতা কমছে বলে মনে করেন গবেষকরা । এতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, কমছে দারিদ্র বিমোচনের গতি।
পর্যবেক্ষকরা বলছেন, সমন্বয়নহীনতায় গত অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হার ৫ দশকের সর্বনিম্ন। তবে, প্রবাসী আয়, রপ্তানি সূচকে অর্থনীতি টিকে থাকার শক্তি পাচ্ছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইন্সটিটিউটের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় আলোচকরা বলেন, পোশাক খাতের ২০ শতাংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। তাই বাজারটিতে টিকে থাকতে শুল্ক ইস্যুতে চুক্তি গুরুত্বপূর্ণ।
পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, ‘মূল্যস্ফীতি বলেন বা রিজার্ভ সিচ্যুয়েশন বা এক্সচেঞ্জ রেট সিচ্যুয়েশন বলেন, প্রত্যেকটিই কিন্তু আগের চেয়ে বেটার স্ট্যাবিলিটি অর্জন করেছে। অর্থাৎ আপনি যদি পেইনফুল রিফর্মগুলো করেন তার একটি পজিটিভ ডিভিডেন্ড পাওয়া যায়। এই ধারণাটা ধরে রাখতে হবে।’
আলোচনায় বিএনপি নেতা মঈন খান জানান, এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ শোনা যায়। সেইসঙ্গে অর্থনীতি বড় অংশ এখনও অপ্রাতিষ্ঠানিক। এসব কারণেই রাজস্ব আয় বাড়ছেনা।
বিএনপির এই জেষ্ঠ্য নেতা বলেন, ‘সম্প্রতি দেশে প্রথমবারের মত ডলারের বিপরীতে টাকার মান বাড়তে দেখলাম। তখন বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে আবার ডলারের দাম বাড়ালো । একটা আমদানি নির্ভর দেশে কেন এমন পদক্ষেপ নেয়া হলো বোধগম্য তা নয়।’
দেশে সামাজিক স্থিতিশীলতা ফেরাতে সরকারের মধ্যে আস্থার পরিবেশ তৈরির তাগিদ দেন আলোচকরা।
গণযোগ/এমএইচ