ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ : ৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:১৫ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম রামপুরায় মানবতাবিরোধী অপরাধ : ৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন
ছবি:সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউসন।

 

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ৪ ডিসেম্বর প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন করেন। অন্যদিকে, এ মামলায় আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এ মামলায় গ্রেফতার দুই আসামি হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম। মামলার পলাতক দুই আসামি হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলে। সে সময় রাজধানীর রামপুরায় নিহত হন ২৮ জন। সেই সঙ্গে আহত হন অনেকে।

রামপুরার ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি চালাতে দেখা যায়। এই মামলার অন্য আসামির বিরুদ্ধে হত্যাসহ ৬টি অভিযোগ আনা হয়।

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Side banner
Link copied!