ঢাকা বুধবার, ১৮ জুন, ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

গরুর হাটসংলগ্ন এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিং চালুর নির্দেশ


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৯:১৫ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম গরুর হাটসংলগ্ন এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিং চালুর নির্দেশ
ফাইল ছবি

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের গরুর হাটসংলগ্ন এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিং চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে গত বৃহস্পতিবার (২৯ মে) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ পদক্ষেপের ফলে পশুর হাটে নগদ অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারবেন বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ঈদের আগে কোরবানির পশুর হাটে বিপুলসংখ্যক ক্রেতা ও বিক্রেতার সমাগম হয় এবং সেখানে প্রচুর নগদ লেনদেন ঘটে। এই পরিস্থিতিতে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা ও সুষ্ঠু লেনদেন নিশ্চিত করতে হাটের নিকটবর্তী ব্যাংক শাখা ও উপশাখাগুলোকে সান্ধ্যকালীন ব্যাংকিং চালু রাখতে হবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদের আগে নির্ধারিত তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। পাশাপাশি, হাটে অস্থায়ী বুথ স্থাপন করে অর্থ জমা ও উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুযোগ রাখতে বলা হয়েছে। এসব কার্যক্রমে নিযুক্ত কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত গরুর হাটগুলোর আশপাশের ব্যাংকগুলোকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

 

ঈদ উপলক্ষে যেসব কোরবানির পশুর হাট এলাকায় সান্ধ্য ব্যাংকিং চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, সেগুলোর মধ্যে রয়েছে উত্তরা দিয়াবাড়ী (১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা), ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত এলাকা, খিলক্ষেত থানাধীন মাস্তুল চেকপোস্টসংলগ্ন পশ্চিমপাড়া এলাকা, মোহাম্মদপুর বছিলা এলাকার ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট, মিরপুর সেকশন-৬-এর ইস্টার্ন হাউজিং এলাকার খালি জায়গা, খিলক্ষেতের বনরূপা আবাসিক এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্বপাশ, উত্তর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘ ক্লাবের আশপাশের এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়, দনিয়া কলেজের পূর্বপাশে ও সনটেক মহিলা মাদ্রাসার আশপাশের এলাকা, সাদেক হোসেন খোকা মঠের দক্ষিণ পাশ ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা, শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ডসংলগ্ন এলাকা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্বপাশ, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর-পূর্বপাশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাগরিকা এলাকা।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!