ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

ঢাবির জিয়া হলে ঠান্ডা পানির মেশিন


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৫, ১১:১৮ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ঢাবির জিয়া হলে ঠান্ডা পানির মেশিন
ছবি: সংগৃহীত

 

তীব্র গরমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক’জন শিক্ষার্থী মিলে বসিয়েছেন ঠান্ডা পানির মেশিন। এখন থেকে হলটির শিক্ষার্থীরা খেতে পারবেন ঠান্ডা পানি।

 

খোঁজ নিয়ে জানা যায়, নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ নেন হলের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব তালুকদার, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আসিফ ইমাম ও মোহাম্মদ ফোজায়েল। তারা জানান, শিক্ষার্থী ও ঢাবি শাখা ছাত্রশিবিরের আর্থিক সহায়তায় এই মেশিন বসিয়েছেন তারা। হলের ক্যান্টিনের পাশে বসানো হয়েছে এই মেশিন।

 

এ বিষয়ে জানতে চাইলে আসিফ ইমাম সাংবাদিকদের বলেন, তীব্র গরমে হলের শিক্ষার্থীদের ঠান্ডা পানির চাহিদা অনেক আগে থেকেই। হলের শৃঙ্খলা টিমের ছাত্র প্রতিনিধি ও আবাসিক শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগতভাবে আমিও ঠান্ডা পানির প্রয়োজনীয়তা অনুভব করি। হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা শুরু থেকেই আবাসিক শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে এবং মৌলিক অধিকার আদায়ে সোচ্চার ছিলাম। গত সপ্তাহে সবাই মিলে ইসলামিক লাইব্রেরিও স্থাপনের কাজ সম্পন্ন করেছি।


তিনি বলেন, ব্যক্তিগত ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় আমরা এই ডিসপেন্সার স্থাপন করতে সক্ষম হই। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঠান্ডা পানির আক্ষেপ অনেকাংশেই ঘুচবে। পরিস্থিতি ও চাহিদার আলোকে আরও এই ধরনের মেশিন স্থাপন করা যায় কি না সে চেষ্টা করা হবে বলে জানান তিনি।

 

ইমাম জানান, এই কার্যক্রমে সহযোগিতায় ছিলেন মাহবুব আলম মিরাজ (২০-২১ সেশন), নাইমুল আবরার (১৯-২০ সেশন), রুম্মান ইমন (২০-২১ সেশন), আকতার হোসেন (২১-২২ সেশন) ও শাহেদ ইমন (২২-২৩ সেশন)। তথ্যসূত্রঃ কালবেলা

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!