নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক তিন সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুন ঘটনার এক মামলা তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ সোমবার এ অনুমতি দেন।
তারা হলেন- সাবেক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক মেজর আরিফ হোসেন ও সাবেক লে. কমান্ডার মাসুদ রানা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কারাগারে গিয়ে তাঁদের যেকোনো দিন জিজ্ঞাসাবাদ করবেন।
এই গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানসহ ১১ জন আসামি।
তাঁদের মধ্যে শুধু জিয়াউল আহসান গ্রেপ্তার আছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই তিন আসামি জিয়াউলের অধীনে কাজ করতেন। তাই তাঁদের গুমের বিষয়ে সম্পৃক্ততা থাকতে পারে।
গণযোগ/এমএইচ