ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

চীন থেকে দেশে ফিরলেন জামায়াত আমীর


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০১:২৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম চীন থেকে দেশে ফিরলেন জামায়াত আমীর
বিমান বন্দরে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত ব্রিফ করেন

 

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফর শেষে ১৫ জুলাই রাতে দেশে ফিরেছেন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপ লাউঞ্জ-এ ঢাকাস্থ চীনা দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর নেতৃত্বে একটি টিম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ-এর সামনে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত মান্যবর মি. ইয়াও ওয়েন এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত ব্রিফ করেন।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, এড. মোয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ। 

উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ১১ জুলাই চীন সফরে গিয়েছিলেন।

গণযোগ/এমএইচকে

Side banner
Side banner
Link copied!