ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

বিএনপি মহাসচিব ও কানাডিয়ান হাইকমিশনার বৈঠক


গণযোগ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৩:৪৫ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম বিএনপি মহাসচিব ও কানাডিয়ান হাইকমিশনার বৈঠক
ছবি:সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং।

রোববার (২৯ জুন) বিকেল ৩টায় গুলশানে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।

মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

Side banner
Side banner
Link copied!