ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

বিএনপি নেতা হত্যায় জামায়াতের বিবৃতি


গণযোগ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৮:০৪ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম বিএনপি নেতা হত্যায় জামায়াতের বিবৃতি
ছবি:সংগৃহীত

গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২৬ মে এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘যে কোনো হত্যাকা- অত্যন্ত নিন্দনীয়। দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি সরকার জনগণের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।’

জামায়াতের কেন্দ্রীয় এই সহকারী সেক্রেটারি জেনারেল, নিহত কামরুল আহসান সাধনের হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!