ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

দুই উপদেষ্টার পদত্যাগের দাবী আদায়ে অনঢ়, রাজপথে ইশরাক সমর্থকরা


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৩:৪৩ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম দুই উপদেষ্টার পদত্যাগের দাবী আদায়ে অনঢ়, রাজপথে ইশরাক সমর্থকরা
কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীরা। ইনসেটে দুই উপদেষ্টার ছবি। ছবি: সংগৃহীত

 

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে বসার পথ সুগম হলেও এবার তার সমর্থকরা অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন। 

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা। সড়ক বন্ধ করে বিক্ষোভের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। পুরো রাস্তা দখল করে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা স্লোগান দিচ্ছেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১১টায় ইশরাকের পক্ষে হাইকোর্টের রায় আসার পর নেতাকর্মীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে শামিল হন কয়েক হাজার নেতাকর্মী। এক পর্যায়ে যমুনা থেকে মৎস্য ভবন পর্যন্ত পুরো রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়। 


দুপুরে ইশরাক হোসেন তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়তে নেতাকর্মীদের নির্দেশ দেন। এরপরই নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে।

যমুনার সামনে থেকে কাকরাইল, হেয়ার রোড, সার্কিট হাউজ ও মৎস্য ভবন মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে মৎস্য ভবন মোড়েও একই চিত্র। সেখানে মাঝ রাস্তায় বসে পড়েছেন কয়েক হাজার সমর্থক। সেই চাপ শিল্পকলা একাডেমি পর্যন্ত ঠেকেছে। মৎস্য ভবন মোড় দিয়ে প্রবেশ করতে না পারা গণপরিবহনগুলো সেগুনবাগিচা দিয়ে কাকরাইল মোড় দিয়ে যেতেও বিপাকে পড়েছে। সর্বত্রই একই অবস্থা। দীর্ঘক্ষণ যানজটে আটকা থেকে বিরক্ত হয়ে অনেকে হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যের দিকে।

 

শিকড় পরিবহনের যাত্রী স্বপন রায় বলেন, তিনি শেওড়াপাড়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। গুলিস্তান থেকে প্রেসক্লাবের সামনে আসতেই যানজটের কবলে পড়েন। গাড়ি মৎস্য ভবন মোড় দিয়ে না গিয়ে সেগুনবাগিচা দিয়ে ঢুকলেও রেহাই মেলেনি। রাস্তার সেই দশা এখনও একই।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!