ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

অভিনেত্রী ও মডেল  নুসরাত ফারিয়া গ্রেপ্তার


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৩:৫৪ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম অভিনেত্রী ও মডেল  নুসরাত ফারিয়া গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

 

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।


পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাঁকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এর পর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি।


প্রসঙ্গত, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। কয়েকটি ধাপে সিনেমাটির শুটিং শেষ হয়।

পর্দায় শেখ হাসিনা হতে পারাটা অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের সেরা অর্জন এবং শুটিংয়ে দেয়া লম্বা সময় স্মৃতিতে আজীবন গেঁথে থাকবে বলে একটি গণমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।


গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!