ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

খালেদা জিয়ার দেশে ফেরা; ডিএমপি’র গাড়ি পার্কিং–সংক্রান্ত নির্দেশনা


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৫, ১০:০৯ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম খালেদা জিয়ার দেশে ফেরা; ডিএমপি’র গাড়ি পার্কিং–সংক্রান্ত নির্দেশনা
ছবি: সংগৃহীত

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে গাড়ি পার্কিং–সংক্রান্ত সাত দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া দেশে ফিরবেন। তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাবেন। গুলশান-বনানী এলাকায় তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হতে পারে। তাই সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আগত অভ্যর্থনাকারীসহ সাংবাদিকদের গাড়ি পার্কিং করার জন্য কিছু নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


সাত নির্দেশনা

১.বিমানবন্দরে আগত সব সাংবাদিকের যানবাহন বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ে রাখা।

২.বিমানবন্দরে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন ৩০০ ফিট রাস্তাসংলগ্ন স্বদেশ প্রপার্টিজের খালি জায়গায় পার্কিং করা।

৩.গুলশানে আগত সব সাংবাদিকের যানবাহন গুলশান সোসাইটি পার্কের আশপাশের সড়কে এক লেনে পার্কিং করা।

৪.গুলশানে আগত অভ্যর্থনাকারীদের যানবাহন বিচারপতি সাহাবুদ্দীন পার্কের আশপাশের সড়কে এক লেনে রাখা।

৫.উল্লিখিত নির্ধারিত জায়গা ছাড়া সড়ক-মহাসড়ক বা অন্য কোনো জায়গায় গাড়ি পার্কিং না করা।

৬.গমনাগমন রুটে কোনো যানবাহন পার্কিং না করা।

৭.খালেদা জিয়ার গাড়িবহরে অননুমোদিত গাড়ি যুক্ত না করা।

 

খালেদা জিয়া ঢাকায় পৌঁছানোর পর তাঁকে পথে পথে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতা-কর্মীরা। এ জন্য ইতিমধ্যে দলের পক্ষ থেকে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তবে এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নেতা-কর্মীরা যাতে সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেন, সে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেউ যাতে সড়কে নামতে না পারেন, তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন ।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!