ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সদস্য ইমি


গণযোগ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২৫, ১২:৩৪ এএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সদস্য ইমি
শেখ তাসনিম আফরোজ ইমি। ছবি: সংগৃহীত

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি।

রবিবার (৪ মে) রাতে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ইমি।


পোস্টে ইমি লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক কমিটির একজন কেন্দ্রীয় সদস্য। আজ এই মুহূর্ত থেকে জাতীয় নাগরিক কমিটির সাথে সকল প্রকার সংশ্লিষ্টতা ত্যাগ করলাম।’

পদত্যাগপত্র দেওয়া নিয়ে তিনি বলেন, ‘নাগরিক কমিটির সর্বশেষ মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী মার্চের ১৫ তারিখের পর থেকে নাগরিক কমিটির অর্গানোগ্রামের আর কোনো ভ্যালিডিটি নেই। তাই কারোর কাছে পদত্যাগপত্র দেয়ার সুযোগ না থাকায় ঘোষণাটি এখানেই দিলাম। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি।’


ইমি বলেন,‘একইসাথে দেশের সার্বভৌমত্ব এবং নারীর প্রশ্নে কেউ বাঁধা হিসেবে আসলে তাকে এক চুলও ছাড় না দেয়ার এবং জীবন দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।’

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ধর্ষণের বিচারসহ পাঁচ দাবিতে টানা আট দিন ধরে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমি । পরে উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্বাসে তিনি কর্মসূচি স্থগিত করেন।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!