ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.
ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন শাখার পরিচালক

গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে প্রত্যাহার: বেবিচক


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০২:৪৫ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে প্রত্যাহার: বেবিচক
গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীব। ছবি : সংগৃহীত

গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।  তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন শাখার পরিচালক ছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেবিচক ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে পদ থেকে সরিয়ে বাংলাদেশ বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন শাখার নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

গণযোগ/এমএইচএ

Side banner
Side banner
Link copied!