ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

মুন্সীগঞ্জে কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করলেন দুদক চেয়ারম্যান 


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৬:১৪ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম মুন্সীগঞ্জে কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করলেন দুদক চেয়ারম্যান 
ছবি: সংগৃহীত

 

কর্মকর্তাদের সরকারি অর্থ ব্যয়ে অপচয় কমানো আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের(দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন । 

তিনি সোমবার (১২মে) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায়  ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) মেইন ক্যাম্পাসে দুদক কর্মকর্তাদের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এন্ড রুলস বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। 

 

দুদকে কর্মরত ৩০ জন কর্মকর্তা নিয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে  সরকারি ক্রয় প্রক্রিয়ায় কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) আব্দুল্লাহ আল জাহিদ, ইএসসিবি রেক্টর-প্রকৌশলী মো. আশরাফুল আলম এবং আইইবি ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ও সদস্য বিওজি (ইএসসিবি) প্রকৌশলী শেখ আল আমিন।

 

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসসিবি-এর প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ও ফ্যাকাল্টি ট্রেইনার ড. তাওহীদ হাসান । 

গণযোগ/এমএইচ

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Side banner
Link copied!