আগামী ৮ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে শিল্পী কামাল আহমেদ এর ৩২তম অডিও এ্যালবাম “পুনশ্চ ভালোবাসা” প্রকাশিত হবে।
“মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে বাংলা ২৫ শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হবে।
“মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হবে। এছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে এ্যালবামটি পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স”। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি। এ্যালবামটির গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন : ইবনে রাজন, এ্যালবামের গানগুলো হলো-
০১। আমার একটি কথা বাঁশি জানে ০২। ভরা থাক স্মৃতিসুধায় ০৩। কেটেছে একেলা বিরহের বেলা ০৪। ফিরে যাও কেন ফিরে ফিরে যাও ০৫। কাছে যবে ছিল পাশে হল না যাওয়া ০৬। যখন এসেছিলে অন্ধকারে ০৭। বিরহ মধুর হল আজি মধুরাতে ০৮। তোমার শেষের গানের রেশ নিয়ে কানে ০৯। প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে ১০। আমার মনের কোণের বাইরে
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩২টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন।
সঙ্গীতময় জীবনে তিনি সবার শুভকামনা চান, চান সঙ্গীত - ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে - সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের চাওয়া,তার গাওয়া গানের সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মন ও মননে।
গণযোগ/মিশরী হক