ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.
নিহতদের নাম ও পরিচয় প্রকাশের দাবি

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০২:৫৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

 

গতকাল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের নাম ও পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবিতে আজ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় কলেজের গোল চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে স্কুলের সামনে ভিড় জমিয়েছেন নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে থাকবে আপসহীন। ‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’—এমন স্লোগান সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছে।

৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-

১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে।

২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

গণযোগ/এমএইচএ

Side banner
Side banner
Link copied!