শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তার সরদার (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আক্তার সরদার ওই গ্রামের মৃত নূর হোসেন সরদারের ছেলে। পেশায় ছিলেন একজন বিদ্যুতমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্তার সরদার গিয়াস উদ্দিন সরদারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। গিয়াস উদ্দিন সদ্য নির্মিত একটি পাকা ঘরে পুরোনো ঘরের মিটার থেকে নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে বলেন। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আক্তার।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে আক্তারের বাবা মারা যান এবং তার মা মানসিকভাবে প্রতিবন্ধী। আক্তারের স্ত্রী, এক ছেলে ও ছোট দুই বোন রয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণযোগ/এমএইকে