ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.
গোপালগঞ্জ সংঘর্ষ

গুলিবিদ্ধ অটোরিকশাচালক রমজান মুন্সী মারা গেছেন


গণযোগ | গণযোগ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০১:০১ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম গুলিবিদ্ধ অটোরিকশাচালক রমজান মুন্সী মারা গেছেন
ছবি: সংগৃহীত

 

গোপালগঞ্জ সদর উপজেলায় রাজনৈতিক সহিংসতার মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২৮ বছর বয়সী অটোরিকশাচালক রমজান মুন্সী। নিহত রমজান স্থানীয় থানাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আকবর মুন্সীর ছেলে।

বুধবার দুপুরে চৌরঙ্গী কোর্টের সামনে অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। বুলেট তার ডান হাতের কব্জির ওপর ও বগলে বিদ্ধ হয় এবং শরীরের ভেতরে আটকে থাকে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন এবং লাশ এখন মর্গে রাখা হয়েছে।

 

প্রসঙ্গত, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ঘিরে সংঘটিত রাজনৈতিক সহিংসতা, যাতে ইতোমধ্যেই পাঁচজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে এলাকায় কারফিউ জারি রয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৪৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি থমথমে হলেও বৃহস্পতিবার কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়।

গণযোগ/এমএইচকে

Side banner
Side banner
Link copied!