ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
gonojog24
Bongosoft Ltd.

ইরানের এভিন কারাগারে ৭১ জন নিহত


গণযোগ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০৩:৩৯ পিএম আপডেট: জুলাই ১, ২০১৯ ১১:৩৯ এএম ইরানের এভিন কারাগারে ৭১ জন নিহত
ছবি:সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দিদের দেখতে আসা পরিবার এবং কাছাকাছি ভবনে বসবাসকারী ব্যক্তিরাও রয়েছেন। ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র এ তথ্য স্বীকার করেন। ১২ দিনের সংঘাত চলাকালে গত সপ্তাহে ওই হামলা হয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

সংবাদমাধ্যম মিজানে প্রকাশিত মন্তব্যে বিচার বিভাগের ওই কর্মকর্তা বলেন, এভিন কারাগারে হামলায় ৭১ জন নিহত হন। যাদের মধ্যে প্রশাসনিক কর্মী, সামরিক বাহিনীতে কর্মরত যুবক, বন্দি, কারাগারে আসা বন্দিদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী প্রতিবেশীরা ছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ২৩ জুন বলেছিলেন, ইসরায়েলি বিমান কারাগার কমপ্লেক্সের গেটে আঘাত করেছে; যা স্পষ্টতই বন্দিদের পালাতে সাহায্য করার জন্য আমাদের একটি পদক্ষেপ ছিল। নির্যাতন ও অধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত এই কারাগার ব্যবহার করে ইরানি শাসক। এ কারাগারে সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, বিদেশি নাগরিক এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের রাখা হয়।

ওই সময় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, হামলার ফলে স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। জানালা ভেঙে গেছে এবং একটি আঙিনায় ধ্বংসস্তূপে ছড়িয়ে রয়েছে।


ইরানি কর্মকর্তা স্বীকার করেছেন, হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র, দর্শনার্থীর হল এবং প্রসিকিউটরের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।

গণযোগ/এমএইচ

Side banner
Side banner
Link copied!